গাইবান্ধা শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) সকালে গাইবান্ধা শহরের ভিএইট রোড়ের জিইউকে মাদক নিরাময় কেন্দ্র থেকে নায়িম রহমান নামের আবাসিক চিকিৎসাধীন ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনর্চাজ মাসুদুর রহমান জানান, সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে নায়িম রহমানকে গত এপ্রিল মাসের ২৮ তারিখে জিইউকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান।
সকালে মাদক নিরাময় কেন্দ্রের ভিতর গলায় গামছা পেছিয়ে তিনি আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর
সঠিক কারণ উদঘটনে লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.