বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টা ৩০ মিনিটে মিছিল নিয়ে বের হয় রাজাগঞ্জ এলাকার সচেতন ছাত্র সমাজ।
মিছিলটি চৌগাছা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় এবং বিকাল তিনটা পর্যন্ত চৌরাস্তা মোড়ে অবস্থান করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মিছিলের স্লোগান ছিল। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
মিছিল শেষে ছাত্ররা বলেন, এই সহিংসতার রাজনীতি থামাতে হবে, এবং অতি দ্রুত কোটা আন্দোলনকে মেনে নিয়ে কোটের সংস্কার করতে হবে।