জামালপুরের মাদারগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টা হলি মিশন স্কুলের সামনে থেকে উপজেলা হাওয়ায় রোড়, ব্র্যাক অফিস হয়ে বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়, গালস্ স্কুল মোড়, হাইস্কুল মোড় হয়ে বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড়ে হাজারো শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী অনিক, তারিকুল, রাকিব।
এর পূর্বে গালস্ স্কুল মোড়ে আন্দোলনকারীরা বসে পড়ে এবং রাস্তা বন্ধ করে অবস্থান নেওয়ায় পুলিশ তাদের সরিয়ে দেয়, সেখান থেকে বালিজুড়ী বাজার চৌ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করে।
উল্লেখ্য যে, ঢাকা থেকে ছড়িয়ে পড়া কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ী বাজার, জুনাইল, কয়ড়া বাজার, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই।
কোটা না মেধা ?. মেধা মেধা
আমি কে তুমি কে ?.. রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে মাদারগঞ্জের সকল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। এতে কোন স্থানে ভাংচুরের ঘটনা ঘটেনি।