গেমিংরংপুর

কাউনিয়ার ছেলে রাব্বির তৈরিগেম খেলে বর্ণমালা শিখবে শিশুরা

রংপুরের কাউনিয়া উপজেলার ছেলে গোলাম রাব্বি, জন্মের পর থেকে অভাব-অনটন ছিল যার নিত্যসঙ্গী। নবম শ্রেণিতে থাকা অবস্থায় অ্যানিমেশন-গেমস, শব্দগুলোর সঙ্গে পরিচিত হন রাব্বি। 

আশে পাশের থাকা শিশুদের গেমের প্রতি আগ্রহ দেখে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী মো: গোলাম রাব্বির মাথায় প্রশ্ন ঘুরপাক খায়, এভাবেই কী শিশুদের সময় ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

কেননা বাংলাদেশ তো বটে এ ছাড়া উপমহাদেশের অনেক বাবা মা শিশুদের কে শান্ত রাখতে স্মার্টফোনে কার্টুন বা ভিডিও গেম চালু করে দেন এতে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েন অনেক শিশু, ফলে সময়মতো পড়াশোনা করতে চায় না তারা।

যে গেম খেলে শিশু কিছু শিখতেই পারছে না, তা নিয়েই পড়ে আছে সারাদিন। গেমে আসক্তি ও শিশুদের ভবিষ্যৎ রাব্বিকে চিন্তিত করে তুলে।

সেই থেকে শুরু। অ্যানিমেশন ও গেম তৈরি শেখার জন্য রাত জেগে মুঠোফোনে ভিডিও টিউটোরিয়াল দেখতে থাকেন। অনলাইনে বিভিন্ন কোর্সও করেন এরপর সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তৈরি করেন ‘দ্য কিডি-লার্ন উইথ ফান’ গেম। যে গেমটি দেশ ও বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী শিশুদের ও দেশের শিশুদের বাংলা বর্ণমালা শেখাতে অসামান্য ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী রাব্বী। শুধু তাই নয়, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় সহজেই শিশুদের অক্ষর বা শব্দ শেখার মান সম্পর্কে জানতে পারেন অভিভাবকেরা।

রাব্বি বলেন, ‘একটি গবেষণায় দেখা যায় বিদেশে থাকা ৮০ শতাংশ শিশুর মা-বাবাই শিশুর বাংলা শেখা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। গেমটির মাধ্যমে শিশুরা বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হতে পারবে। গোলাম রাব্বি বলেন, শিশুদের খেলার ছলে বর্ণমালা এবং শব্দ শেখার সুযোগ দিতে তৈরি করা হয়েছে গেমটি। জাতীয় শিক্ষানীতি ও নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়াতেই এ উদ্যোগ। গুগল প্লেস্টোর থেকে সহজেই নামিয়ে ব্যবহার করা যাবে গেমটি। শিগগিরই গেমটির আইওএস সংস্করণ উন্মুক্ত করা হবে।

তিনি আরোও জানান, গেমটির ভবিষ্যৎ সংস্করণ ও উন্নয়নের জন্য অনুদান সহযোগিতার ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানিয়েছেন গেমটির ডিজাইনার ও প্রধান ডেভেলোপার রাব্বী।

Author

দ্বারা
মোঃ মন্জুরুল আহসান, কাউনিয়া উপজেলা প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker