বিনোদন ডেস্ক:
করোনা মহামারীকালীন সময়ে করোনা প্রতিরোধের বড় মাধ্যম হচ্ছে লকডাউন। আর এই লকডাউনে দেশের মানুষের সুবিধা-অসুবিধা এবং করণীয় তুলে ধরে এই প্রথম নির্মিত হচ্ছে একটি ব্যাতিক্রমধর্মী শর্টফিল্ম “সংসার ভাঙ্গা লকডাউন”। তরুণ ইউটিউবার ইভান শাহরিয়ার ইমনের রচনা ও সুজন বিশ্বাসের পরিচালনায় শর্টফিল্মটিতে অভিনয় করেছেন সুজন বিশ্বাস, আদরিত্রা ইসলাম আলো, মেহেদী হাসান সহ আরও অনেকে। তার লক্ষ ও উদেশ্য সম্পর্কে জানতে চাইলে ইভান শাহরিয়ার ইমন জানান; আমি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি, বর্তমানে দেশের গ্রামীণ সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। এই গ্রামীণ সংস্কৃতি কে ফিরিয়ে আনতেই এই পথচলা। আমি আমার কাজের মাধ্যমে দেশ ও দেশের জনগণের বাস্তব জীবনের ঘটনা গুলো তুলে ধরার চেষ্টা করি সব সময়। সংসার ভাঙ্গা লকডাউন সম্পর্কে জানতে চাইলে ইমন জানান; আমার কাজ করা প্রায় সব নাটকেই দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ কোন বার্তা থাকে,এটাতেও সেরকম বার্তা আছে। খুব শীগ্রই আমাদের ইউটিউব চ্যানেলে এটি রিলিজ করা হবে। আশা করছি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে ” সংসার ভাঙ্গা লকডাউন”।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.
চালিয়ে যাও তুমি আছি আমরা তোমাদের সাথে
♥️♥️♥️♥️