বিনোদন
মণির মৃত্যু দিয়েই শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’
বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। এরই মধ্যে পার করেছে হাজার পর্ব। কয়েক বছর ধরে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। এবার বোধ হয় শেষ হওয়ার পালা।
সেই ধারণা আরো শক্ত হয় যখন নাটকটির পরিচালক সাজ্জাদ সুমন তার ব্যক্তিগত প্রফাইলের স্ট্যাটাসে লেখেন, ‘কখনও কখনও ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয়। কখনও কখনও কিছু দৃশ্য শুট করতে গেলে চোখে পানিও চলে আসে। কারণ মৃত্যুদৃশ্য শুট করার চাইতে বোধ হয় কঠিন কিছু নাই।’
উল্লেখ্য, আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় দর্শকনন্দিত সাফানা নমনিসহ নাটকে আরো অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ আরো অনেকে। নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’ দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে।