ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ছবির প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মুক্তির পর থেকে সিনেমা হলে দর্শক টানছে ছবিটি। দেশের বাইরেও মুক্তি পেয়েছে তুফান।
বঙ্গ’তে রায়হান রাফির প্রথম কাজ ‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সত্যি কথা বলতে, দেশে ও প্রবাসে রাফির তুফানের এই অভূতপূর্ব সফলতায় আমি খুব একটা বিস্মিত হইনি কারণ রাফির পূর্ববর্তী কাজগুলো দেখে তুফান নিয়ে এমন প্রত্যাশাই তৈরী হয়েছিল আমার। কারন, দেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য এই মুহুর্তে হাওয়া সিনেমাটির মতো আরো একটি সফলতা খুবই প্রয়োজন ছিলো আমাদের।