গতকাল ছিলো তুফান সিনেমার বিশেষ প্রদর্শনী। ঈদ মুক্তি পাওয়া এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। সিনেমাটিতে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
শাকিব খানের সঙ্গে প্রথম অভিনয়। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা তার।
গতকাল সন্ধ্যায় মিরপুরের একটি প্রেক্ষাগৃহে ছিল তুফানের বিশেষ প্রদর্শনী।
সেখানে হাজির ছিলেন ছবির অভিনয়শিল্পীরা। এছাড়া ছিলেন শোবিজ অঙ্গনের অনেক তারকাই। সেখানেই নাবিলার কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা। নাবিলা বলেন, ‘আমি অনেকবার বলেছি।
এদিকে এক সাক্ষাৎকারে নাবিলা শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তাঁর ‘তুফান’-এর লুকটা ছিল। বাস্তবেও শাকিব খান বেশ সুন্দর। তিনি তো আমাদের দেশের স্টার, সুপারস্টার। বলা যায় ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি। তাঁকে কোথাও সহজে দেখা যায় না। তবে উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তবে অনেকটা অন্তর্মুখী মানুষ তিনি। শুটিংয়ের প্রথম দিন খুব একটা কথা হয়নি। শুধু হাই-হ্যালোই হয়। পরে ধীরে ধীরে আমাদের মধ্যে কথা হতে থাকে। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছিল। তিনি আমাকে শুটিংয়ে বেশ সাহায্য করেছেন। শট ভালো হলে প্রশংসা করতেও কার্পণ্য করেননি ‘
ছবিতে কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যখন ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। আমিও গিয়েছিলাম সেই গেট টুগেদারে। সেখানেই পরিচালক রায়হান রাফীর সঙ্গে দেখা হয় আমার। তখন রাফী আমাকে তাঁর অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে তাঁর অফিসে যাওয়ার পর আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।