আগামীকাল সকাল সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে যেমন প্রত্যাশা রয়েছে আপামর জনসাধারনের, তেমনি প্রত্যাশা রয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও। বাংলাদেশের সুপার এইটের প্রথম ম্যাচ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানালেন নির্মাতা অমিতাভ রেজা।
অমিতাভ রেজা বলেন, ‘এবার খেলা দেখার সময় পাচ্ছি না।
এখন আছি ভারতে, একটি কাজে এসেছি। তবে নিয়মিত খেলার খোঁজখবর রাখার চেষ্টা করি। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া খুবই শক্ত দল। তবে বাংলাদেশ শেষের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতার যে খেলা মানসিকতা দেখিয়েছে এবং জয়ী হয়েছে সেটাই আমাদের পথ দেখাচ্ছে।
তানজিম সাকিব বোলিংয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। শেষ ম্যাচে চার উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি মোস্তাফিজুরও ফর্মে আছেন।’
টপ অর্ডারের প্রসঙ্গে অমিতাভের মতামত, ‘সাকিব আল হাসান ব্যাটিংয়ে আবার স্বপ্ন দেখাচ্ছেন।প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এটা মাথায় না নিয়ে নিজেদের সেরা খেলাটা উপহার দিলেই কিন্তু আমরা জয়ের প্রত্যাশা করতে পারি। অবশ্যই টপ অর্ডারকে ভালো খেলতে হবে। আমার বিশ্বাস, সেটা আমরা পারব।’
ব্যাটসম্যানদের ফর্মে ফেরার প্রত্যাশা জানিয়ে নির্মাতা বলেন, ‘এবার কিন্তু প্রথম থেকেই আমাদের বোলিং ও ফিল্ডিং প্রশংসা কুড়াচ্ছে। শুধু ব্যাটসম্যানরা ফর্মে এলেই হবে।