জামালপুর

মাদারগঞ্জে জামিনে মুক্তি পেলেন উপজেলা চেয়ারম্যান এর কর্মী গোলাম রব্বানী

জামালপুরের মাদারগঞ্জে জামিনে মুক্তি পেলেন উপজেলা চেয়ারম্যান এর কর্মী গোলাম রব্বানী।

২৪ জুলাই জামালপুর জেলা আদালতে শুনানির দিন ধার্য ছিল। আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বেলা সাড়ে ১২ টায় জেলা বিচারক আদালত গোলাম রব্বানীর জামিন মঞ্জুর করে। বিকাল ৪ টায় জামালপুর জেলা কারাগার থেকে বের হলে উপজেলা চেয়ারম্যানসহ নেতৃবৃন্দরা প্রধান ফটকে তাকে বরণ করে নেয়। বালিজুড়ী আসার পর চেয়ারম্যান এর ব্যক্তিগত অফিসে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

বালিজুড়ী বাজার থেকে উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র নেতৃত্বে মোটরসাইকেল বহরে গোলাম রব্বানী কে জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দি এলাকায় নিজবাড়ীতে বাবা ও মা’র কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় নেতাকর্মী ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১ জুলাই মাদারগঞ্জ উপজেলার জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলার হাজিরা দিতে গিয়ে তাকে জেল হাজতে পাঠায় আদালত, পরদিন ২ জুলাই/২০২৪ নাশকতা মামলায় মাদারগঞ্জ উপজেলা চত্বর থেকে গোলাম রব্বানী কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২২ দিন পর বুধবার জামিনে মুক্তি পান তিনি।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker