বগুড়া

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পানি সেচকে কেন্দ্র করে ঝগড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। বগুড়ার আদমদীঘির কদমা গ্রামে রোববার (২২ মে) এ ঘটনা ঘটে।

যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির কদমা গ্রামের আব্দুল খালেকের পুত্র রানা গত ২২ মে পুকুর থেকে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ করছিলেন, এসময় তার বড় ভাই ঈদন পানি সেচে বাধা দেয়।

পানিসেচকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হলো এক পযায়ে বড় ভাই ঈদন বাঁশ দিয়ে রানার মাথায়ছিট আঘাত করে।

আঘাতে রানা গুরুতর আহত হলে স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। তবে রানার অবস্থা অবনতি হলে রানাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও রানার অবস্থা আরও অবনতি হওয়ায় তার উন্নত চিকিসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে রেফার করেন রানাকে।

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থা মঙ্গলবার রাত দেড়টায় মারা যায় রানা।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, দুপুর পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker