বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকার একটি দোকানে ঢুকে ভাংচুর ও তাণ্ডব চালালো কোরবানির গরু।
বুধবার (৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় ধরমপুর বাজার এলাকার একটি দোকানে আচমকা ঢুকে পড়ে কোরবানির হাট থেকে কেনা গরুটি। কাঁচঘেরা ওই পোশাকের দোকানটি তখন সামলাচ্ছিলেন দুজন নারী।
কাঁচের দরজা ভেঙে গরুটি সোজা গিয়ে ওই দুজনের ওপর আছড়ে পড়ে। বড় কোনো ক্ষতি না হলেও, বেপরোয়া গরুটির গুঁতো আর ধাক্কায় কিছুটা আহত হন তারা।
জাফরিন কালেকশন নামের ওই দোকানের সিসিটিভির ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। দোকানের মালিক রত্না খাতুন জানান, এ ঘটনায় প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে তার। এসবের মধ্যে রয়েছে দোকানের ডেকোরেশন, কসমেটিকস, কাপড়সহ তার দামী মোবাইল ফোনটি।
তবে গরুর মালিক মনসুর রহমান ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলে জানান রত্না বেগম।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, বিষয়টি দুই পক্ষ নিজেদের মধ্যে মিমাংসা করে নিয়েছেন বলে তিনি শুনেছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.