বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার সাখাওয়াত ম্যানশন মার্কেটের পিছনে টিনের ঘর থেকে মুকুল (২৮) নামের তৃতীয় লিঙ্গের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুন) রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর্চি মুকুল জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ধাপ শিকটা গ্রামে মৃত আব্দুস ছাত্তারের সন্তান। প্রায় ৫ বছর যাবত মহাস্থান এলাকার বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতো। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। মুকুল তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের ব্যক্তি ছিলো।
এর আগে মুকুলের সহকর্মী ইউনুস বাবুর্চি তাকে ঘরের বাহির থেকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেওয়া হয়।
শিবগঞ্জ সার্কেলের সিনিয়ির সহকারী পুলিশ সুপার তানভির হাসান জানান, বাবুর্চি মুকুল দীর্ঘদিন থেকে মহাস্থান এলাকায় বাসা ভাড়া নিয়ে বাবুর্চির কাজ করতো। ঠিক কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না।
তবে তার মৃত্যু অস্বাভাবিক বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.