বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের কিল ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) সকালে তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঠাণ্ডা মিয়া (৫০) গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম নুরু মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে ছেলে শাহ আলমের স্ত্রীর সব সময় ঝগড়া হতো। মঙ্গলবার রাতে তাদের আবারো ঝগড়া হয়। এসময় ঠাণ্ডা মিয়া ঝগড়া থামানোর চেষ্টা করলে বড় ভাই উত্তেজিত অবস্থায় ঠাণ্ডা মিয়াকে কিল ঘুষি মারেন। এতে ঠাণ্ডা মিয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঠাণ্ডা মিয়ার মৃত্যুর পর নুরু মিয়া ও তার পরিবারের লোকজন পালিয়েছেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঠাণ্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.