গাজীপুরের কালিয়াকৈরে বাবার সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কাউসার আহম্মেদ (১৩) নামের মাদ্রাসা ছাত্রের মুত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের নাওলা গ্রামের আশিকনগর পার্কের সামনে মাথাইল বিলে এ ঘটনা ঘটে। নিহত ওই মাদ্রাসা ছাত্র হলেন, একই গ্রামের শওকত আলী রাজ মিস্ত্রীর ছেলে। সে মরকাবহ এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাবা শওকতের সাথে বাড়ির পাশে আশিক নগর পার্কের সামনে মাতালিয়া বিলে গোসল করতে যায় কাউছার। পরে নিহতের বাবা গোসল সেরে পাড়ে উঠে আসলে এসময় স্থানীয় একজন পরিচিত ব্যাক্তির সাথে গল্পে মেতে উঠেন। এর কিছুক্ষন পর হটাৎ পানিতে ছেলেকে দেখতে না পেয়ে তিনি তাৎক্ষনিক পানিতে নেমে খুজাখুজির পর কাউছারের অজ্ঞ্যান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষনা করেন।
পরে নিহতের লাশ হাসপাতাল থেকে নিহতের বাড়িতে নিয়ে আসলে এসময় নিহতের এক ভাই কাউছারের হাত ধরে বলেন, রক্তের পালস কাজ করছে এমন তথ্য দিলে ফের ওই মাদ্রাসা ছাত্রকে মির্জাপর কুমুদিনি হাসপাতালে নিলে সেখান থেকেও মৃত ঘেষনা করেন।
নিহতের চাচাতো ভাই মাসুম মিয়া বলেন, কাউছার তার বাবার সাথে বাড়ির পাশে বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্য হয়। প্রথমে উপজেলা হাসপাতালে নিলে সেখানের ডাক্তার মৃত ঘোষনা করলে বাড়িতে নিয়ে আসে।
পরে আমাদের চাচাতো ভাই বলেন, যে হাতের পালস কাজ করছে ফের আমরা মির্জাপুর হাসপাতালে নিয়ে যাই সেখান থেকেও মৃত ঘোষনা করে।