বগুড়ায় চাঞ্চল্যকর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আল জামিউল বনি হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বগুড়ার র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এএসপি নজরুল ইসলাম। শনিবার গভীর রাতে আরিফকে রাজশাহীর সাগরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ৩ জুন বিকেলে বগুড়া শহরের কলোনি বাজার এলাকায় আল জামিউল বনির বান্ধবীকে উত্ত্যক্ত করে আরিফ। এসময় বনি প্রতিবাদ করলে আরিফের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে আরিফ বনির ওপর চড়াও হয়ে তার মাথায় একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, ঘটনার পর থেকেই আরিফকে গ্রেপ্তার করতে মাঠে নামে তারা। আরিফ ঢাকার গাজীপুর এবং পরবর্তীতে রাজশাহীতে আত্মগোপন করে ছিল। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে বলে র্যাব জানায়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.