গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডেও মন্ডলপাড়া (পলানপাড়া) এলাকার সরকারি গজারি বনের আইয়ুব মন্ডলের টেক থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা(৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
তবে নিহতের পরিচয় এখনোও সনাক্ত করা সম্ভব হয়নি ।নিহতের পড়নে সাদা কালো ডোড়া কাটা টির্সাট ও খয়েরি রঙ্গের লুঙ্গি রয়েছে ।মরদেহের পাশেই একটি কালো জ্যাকেটে পড়ে ছিলো ।
প্রাথমিকভাবে পুলিশের ধারনা যুবকটি নেশাগ্রস্ত প্রচন্ড শীতে তার মৃত্যু হতে পারে ।নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া টু ওয়ালটন গেইট এর আঞ্চলিক সড়কের মাঝামাঝি পলানপাড়া ভারটেক্স স্কুলের অপজিটে সরকারি বনের মধ্যে রাখা ময়লার স্তুপে কে বা কারা আগুন লাগিয়ে রেখেছিলেন ।বুধবার বিকাল থেকেই ওই স্থানে আগুন পোহাতে দেখে এলাকাবাসী ।
পরে বৃহস্পতিবার সকালে ওই আগুনের পাশেই পথচারীরা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ।পরে খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় ।
তবে নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ তিনি আরো জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।