কালিয়াকৈর
কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে ডাকাতি
গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়েতে কর্মরত অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি (রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার কালিয়াকৈরের টেঙ্গারবান্দ গ্রামের বাড়িতে শুক্রবার (৩০ মে) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত তিনটার দিকে একদল ডাকাত সদস্য বাড়ির ভেতরে ঢোকে। পরে ঘরের দরজা ভেঙে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এসময় ডাকাত সদস্যরা আলমারিসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও ১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
নিজ গ্রামের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা। তিনি বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাত সদস্যদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।