কালিয়াকৈর
কালিয়াকৈরে ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সিপি গেইট এলাকায় রোববার সকালে ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোনায়েম খানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পলান পাড়া জামে মসজিদের সভাপতি হাজী আবুল হোসেন, জাহিদুল ইসলাম সজিব, কামরুল হাসান আমজাদ, আব্দুল নাইম খান প্রমুখ।
তাদের অভিযোগ:
- ময়লার দুর্গন্ধের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
- এই সড়কটিতে জনসাধারণের চলাচলে ব্যাহত হচ্ছে।
- সড়কটির পাশে থাকা সিপি সিরামিকস কারখানার প্রায় ১৪০ জন বিদেশি সহ কর্মরত শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
- দুর্গন্ধের কারণে প্রায় সময় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
- এলাকাটির আশেপাশে বসবাস অযোগ্য হয়ে পড়েছে।
তাই বক্তারা দ্রুত এই ময়লা ডাম্পিং সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপনের আবেদন জানান।
অপরদিকে মানববন্ধন শেষে ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে কালিয়াকৈর পৌরসভা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।