কালিয়াকৈরে নারী পোষাক শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক মুরাদপুর এলাকা থেকে শনিবার (১০ মে) বিকালে মনোয়ারা আক্তার (২৮) নামে এক নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই নারী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। সে মুরাদপুর এলাকার আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে নিহতের স্বামী কাজে চলে যান। এদিকে দুপুরে তার স্বামী বাসায় দুপুরের খাবার খেতে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে পাশের জানালা দিয়ে দেখতে পান তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলে আছে। এসময় নিহতের স্বামী চিৎকার দিলে আসে পাশের লোকজন চলে আসে।
বিষয়টি পুলিশকে জানালে, বিকালে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন মৌচাক ফাড়ি পুলিশ। ওই নারী পোষাক শ্রমিক কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানান এলাকাবাসী।
মৌচাক ফাড়ি পুলিশের ইনর্চাজ সেলিম হোসেন জানান, নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।