করোনায় সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান চালু রাখার অপরাধে টাঙ্গাইলের কালিহাতী সদরের চিল্ড্রেনস টিচিং হোমের পাঠদানকারী শিক্ষককে ৫ হাজার ও চারজন অভিভাবককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।
মঙ্গলবার (১৫ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনাকে অমান্য করে কালিহাতী সদরের চিল্ড্রেনস্ টিচিং হোম নামের একটি কিন্ডারগার্টেন স্কুল খোলা রেখে পাঠদান চালু রাখার অপরাধে পাঠদানকারী শিক্ষককে ৫ হাজার টাকা ও ৪ জন অভিভাবককে ৪ হাজার টাকা মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান করা থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন।
ইউএনও আরো জানান, করোনা মহামারিকালে সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখা শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার এলেঙ্গা ও বাগুটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ১১ জনকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান।