কালিয়াকৈরে সেনা কর্মকর্তার বাড়িতে চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় এক সেনা কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাড়ির কেচি গেটের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে চোরেরা। ঘটনার সময় বাড়ির লোকজন বাইরে বেড়াতে গিয়েছিলেন।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোয়াল বাথান এলাকায় বুধবার দিবাগত রাতে বাড়ির কেচি গেটের তালা ভেঙে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসারের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
ওই সেনা কর্মকর্তার বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে এ ঘটনা ঘটায় চোরেরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়াকৈর থানার পুলিশ। ওই সেনা কর্মকর্তার নাম শামীম আল মামুন (৪৫)। তিনি সিলেট এলাকায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে ফাঁকা বাড়ি থাকায় চোরেরা রাতের অন্ধকারে যেকোনো সময় ঘরের কেচি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। এসময় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঁচিশ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী গেটের তালা ভাঙা দেখে ওই সেনা কর্মকর্তাকে খবর দেন। এরপর তিনি বাড়িতে এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ওই সেনা কর্মকর্তা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. যোবায়ের জানান, “সেনাবাহিনী এক ওয়ারেন্ট অফিসারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।”