কালিহাতীতে কুড়িল বিলে বাংলা ড্রেজার বন্ধের দাবি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের মৌজা অবস্থিত কুড়িল (কুমড়ি) বিলে বাংলা ড্রেজার বন্ধের জন্য জেলা প্রশাসকে হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। জানা যায় । বিয়াইন মৌজার কুড়িল বিলের সরকারি খাস খতিয়ানের ভূমিতে কতিপয় দুষ্কৃতিকারী দুইটি বাংলা ড্রেজার বসিয়ে দিন রাত বালু উত্তোলন করেছে। পারখী ইউনিয়নের বিয়াইন গ্রামের পশ্চিমে, কুড়িল কুমারী বিলে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া বসবাসকারী ঘাটাইল উপজেলার আশারিয়াচালার গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মোঃ আব্দুল লতিফ। তাকে সহযোগিতা করেছেন ভিয়াইল গ্রামের ,মৃত কাজিম উদ্দিন এর ছেলে, আব্দুস সাত্তার, নূর মোহাম্মদের ছেলে, মজনু মিয়া ,ও নজরুল ইসলাম। অবৈধভাবে বাংলার ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে আশপাশের ব্যক্তিমালিকানাধীন আবাদি জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয় পর্যায়ে তারা অত্যন্ত দুর্ধর্ষ দাঙ্গা-হাঙ্গামাকারী হিসেবে পরিচিত। স্থানীয়রা বাধা দিতে গেলে উল্লিখিত ব্যক্তিরা নানা ধরনের হুমকি দিয়ে থাকে এজন্য এলাকার জমির মালিকরা দিশেহারা হয়ে পড়েছে ।তাদের ভয়ে ভীত হয়ে স্থানীয়রা প্রায় অর্ধশত ব্যক্তি এ বিষয়ে প্রতিকার চেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে গত ৭ জুন সোমবার লিখিত আবেদন করেছেন এ বিষয়ে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান। ওই বিলে ইতিপূর্বে একাধিকবার বাংলা ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে দাখিলকৃত অভিযোগ হাতে পেলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ।
Author
সম্পর্কিত সংবাদ
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.