বিএনপি নেতা পারভেজ আহমেদের মুক্তির দাবিতে কালিয়াকৈরে বিক্ষোভ ও পথসভা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার, দলীয় পদ পুনর্বহাল এবং অবিলম্বে তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির নেতাকর্মীরা।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক **পারভেজ আহমেদের** বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের প্রত্যাহার আদেশ বাতিলসহ অবিলম্বে মুক্তির দাবিতে বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির নেতাকর্মীরা।
চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি **ডিজে রব্বানীর** সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য **শ্রী বিধান বর্মন**, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি **মোশারফ হোসেন রবিন**, পারভেজ আহমেদের সহধর্মিণী **লিপি আহমেদ**, **হারুন অর রশিদ**, **নুরুল ইসলাম** প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদী আ’লীগ সরকারের আমলে বিভিন্ন হামলা, মামলার শিকার হয়েও দলের জন্য নিরলস দায়িত্ব পালন করেছেন পারভেজ আহমেদ। এছাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে অধিকাংশ সদস্য আ’লীগের দোসর। এই কমিটিতে দলের জন্য যারা কাজ করেছেন অনেক ত্যাগী নেতৃবৃন্দ বাদ পড়েছেন।”
বক্তারা পারভেজ আহমেদের দলীয় পদ ফিরে পেতে ও দল থেকে বহিষ্কার আদেশ ফিরিয়ে নিয়ে দলে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমানের** প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, নতুন যে কমিটি হয়েছে সেটা বাতিল করে পুনরায় নতুন করে কমিটি গঠনের আহ্বান করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বাইপাস এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাজার মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী এতে অংশ নেয়।
উল্লেখ্য, গত শনিবার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন দুটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে বাদ পড়েন অনেক সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব **ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর** স্বাক্ষরিত এ কমিটিকে প্রত্যাহারের দাবিতে গত রবিবার বিক্ষোভ মিছিল করেন বিএনপির একটি পক্ষ। অপরদিকে একই সময় আনন্দ মিছিল করেন নতুন কমিটির সমর্থকরা। এসময় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ওই দিন রাতেই পারভেজ আহমেদকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। পরে সোমবার বিএনপির নতুন কমিটির সমর্থকরা পারভেজকে প্রধান আসামি ও ছয়জনের নাম উল্লেখ্য করে আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করলে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ জেল হাজতে পাঠান পারভেজ আহমেদকে। এদিকে এ ঘটনার এক দিন পরেই দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার আদেশ দেন কেন্দ্রীয় কমিটি।