কালিয়াকৈরে ১৪ দফা ও বকেয়া দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি কারখানার শ্রমিকদের ১৪ দফা দাবি ও এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ; মহাসড়ক অবরোধে যানজট
গাজীপুরের কালিয়াকৈর কারখানার জিএম-এর পদত্যাগ সহ ১৪ দফা দাবি এবং এক মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৃথক দুটি কারখানার শ্রমিকরা।
এসময়ের সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের এক ঘণ্টা পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মৌচাক ভান্নাড়া এলাকায় রোববার সকালে ১২ দিন ঈদের ছুটি, কারখানার জিএম মোস্তফা কামালের পদত্যাগ সহ ১৪ দফা দাবি আদায়ে কর্মবিরতি রেখে মৌচাক টু চা বাগান আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে একই দিনে সকাল ১১টায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমীর সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাহমুদ ডেনিমের শ্রমিকরা। এসমের সড়কের দুই পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন জনসাধারণ সহ দুরপাল্লার যাত্রীরা। এসময় মহাসড়কে এক ঘণ্টা অবরোধের পর বেলা বারোটার দিকে থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। এ সময় শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে এই মর্মে আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান,
পৃথক দুটি স্থানে শ্রমিকরা মহাসড়ক অবরোধে বিক্ষোভ করেছে। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষদের সাথে কথা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।