কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে অটোরিকসা চালকদের বিক্ষোভ
গাজীপুর কালিয়াকৈরে অটোরিকসা আটক করে ২৬০০ টাকা করে মামলা দেয়ার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অটোরিকসার চালকরা ।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ও সন্ধ্যা সাড়ে চারটার দিকে দুই দফায় মহাসড়ক অবরোধ করে রাখে চালকরা ।এসময় মহাসড়কের দুই পাশেই র্দীঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে চলাচলরত যাত্রীরা ।
স্থানীয়রা ,অটোরকিসা চালক ও পুলিশ সূত্র জানায় হাইকোটের নির্দেশ অনুযায়ী মহাসড়কে সকল প্রকার ব্যাটারী চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করার পড়েও বেআইনিভাবে মহাসড়কে চলাচল করছে ব্যাটারী চালিত অটোরিকসা গুলো। যারফলে প্রায় ঘটছে সড়ক র্দূঘটনা নিহতের ঘটনাও ঘটে থাকে ।হাইকোটের নির্দেশ অনুযায়ী আইনতগ ব্যবস্থা নিতে ব্যাটারী চালিত অটোরিকসা, ইজিবাইক আটক করে নিয়মিত মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশ ।
এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেরার জোরাপাম্প সিপির গেইট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকসার চালকরা ।পরে কালিয়াকৈর থানা পুলিশ তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলেও ফের বিকাল সাড়ে চারটার দিকে ফের আবার একই স্থানে মহাসড়ক অবরোধ করে রাখে ।
এসময় অটোরকিসার চালকরা দাবি জানান মামলা দিলে ১ মাস মেয়াদ দিতে হবে ,মহাসড়কের পাশের লিংক রোড ব্যবহার করতে দিতে হবে ।অন্যথায় আরো কঠিন আন্দোলনের হুসিয়ারি দেন ।এ রির্পোট লেখা পর্যন্ত রাত আটটার আগ মুর্হতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে ।
অটোরিকসা চালক দুলাল ও জনি ,রাজু আহমেদ বলেন আগে হাইওয়ে পুলিশ মামলা দিলে ১০ -১৫ দিন মেয়াদ থাকতো কিন্তু এখন কোন মেয়াদ থাকেনা ।২৬০০ টাকার মামলা দিলে কোন কাগজ দেয়না ,একটা এস এম এস মোবাইলে আসে ।
যার কোন মেয়াদ নেই আমাদের সড়কের লিংক রোড ব্যবহার করতে দিক ।আমরা মহাসড়কে উঠবো না ।আমরা গরীব মানুষ রিকসা না চালালে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইজউদ্দিন জানান মহাসড়ক ও তার পাশের লিংক রোড ব্যাটারি চালিত যানবাহনের চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। যার কারনে মহাসড়কে তাদের চলাচলের কোন সুযোগ নেই ।তাই আমরা নিয়মিত তাদের মামলা দিয়ে থাকি ।তাছাড়া অটোরিকসার কারনে যানজট ও সড়ক দূর্ঘটনা বেপক বৃদ্ধি পেয়েছে ।