গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোরা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দেওয়ার বাজার মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে উপজেলা কৃষক দলের সদস্য সোরহাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল হান্নান, কৃষকদলের সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুল আজিজ
ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব হোসাইন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক খান, ঢালজোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীমসহ ইউনিয়ন কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ ।