জেনিথ পিএল মডেল স্কুলের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকায় সোমবার সকালে জেনিথ পিএল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস আলী মেম্বারের সভাপতিত্বে ও জেনিথ পিএল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সরকারী শাহদাত কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর শাহজাহান আলী,ইসলামী বিশ্ববিদ্যালয়ের(কুষ্টিয়া) প্রভাষক মো: ইয়াসিন মাসুম,জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের বিভাগীয় প্রধান এস এম খালিদ হোসেন(রাষ্ট্র বিজ্ঞান) মো: তাজুল ইসলাম(ভূগোল),সাবেক পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,আব্দুল আলী,নুরুল ইসলাম,নুরুল আলম,মোশারফ হোসেন প্রমুখ ।এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ,শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ ।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি স্কুলে শতভাগ উপস্থিতি এমন শিক্ষার্থী ও পরিক্ষায় উর্ত্তিন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
অত্র শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমান বলেন এ শিক্ষা প্রতিষ্টানের প্রতিবছর শতভাগ পাশ ও ভালো ফলাফল করে আসছে শিক্ষার্থীরা ।এর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেয়া হয় শিক্ষার্থীদের ।এবার এই শিক্ষা প্রতিষ্ঠান টি জাতীয় শিক্ষা বোর্ডের সরকারী অনুমোদন পেয়েছে আগামী এস এসসি পরিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠানেই রেজিষ্টেশন হবে ।এছাড়া স্কুলে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে দক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছে ।