বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় মঙ্গলবার সকালে চন্দ্রা টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হার্টি এসোসিয়েটের টু এক্সেল কারখানার শ্রমিকরা। এর আগে গত সোমবার রাতে নয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত একই দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে এসময় সড়কের দুই পাশেই র্দীঘ যানজটের সৃষ্টি হয় ।
পরে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়ে শ্রমিকরা রাতে বাড়ি পিরে গেলেও ফের মঙ্গলবার সকালে ১১ টার দিকে আবার মহাসড়ক অবরোধ করে। পরে বিকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে এই আশ্বাসে বেলা সাড়ে এগারোটার দিকে অবরোধ সরিয়ে যানচরাচল স্বাভাবিক করে পুলিশ ।
এলাকাবাসী,কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায় হার্টি এসোসিয়েট এর কাছ থেকে কারখানা ও মেশিনপত্র ভাড়া নিয়ে ৩০০ শতাধিক শ্রমিক নিয়ে পোষাক উৎপাদন করে আসছে টু এক্সেল নামক প্রতিষ্ঠান । গত নভেম্বর মাসের বকেয়া বেতন ২৩ ডিসেম্বও পরিশোধ করার কথা ছিলো ওই দিন বিকাল চারটার মধ্যে।
এদিকে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানা ছুটির আগেই কারখানা থেকে পলিয়ে যায় কারখানা কতৃপক্ষ ।পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে রাত নয়টার দিকে চন্দ্রা টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।পরে পুলিশের সহযোগিতায় রাত ১২ টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ফের মঙ্গলবার সকাল ১১ টার দিকে শ্রমিকরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করলে বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোশের আশ্বাস দিলে।
শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতরে অবস্থান নেয় ।এ রির্পোট লেখার আগ র্পযন্ত শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার ভিতরে অবস্থান করছেন ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান গতকাল রাতে ও আজকে সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা ।বিকাল ৪ টার মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে এই আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।