গাজীপুরের কালিয়াকৈরে তিন দিন ব্যাপি আইডিয়াল বই মেলা শুরু হয়েছে । ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে শুক্রবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও এই বই মেলার উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকারসহ এলাকার গণ্যমান্য লোকজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বই মেলার আয়োজক কমিটি জানায়, শুক্রবার থেকে শুরু এই বইমেলা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। এবার এই বইমেলায় থাকছে দেশি-বিদেশি সহ শিশু কানুন থেকে শুরু করে উপন্যাস, মুক্তিযুদ্ধ এবং, কবিতা, ধর্মীয়, গল্প ভ্রমণ ও বিভিন্ন গল্পেরসহ প্রায় ত্রিশ হাজার বই।
এছাড়াও রয়েছে বইয়ের ছয়টি স্টল, স্টল গুলোর নাম করা হয়েছে অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন। তিন দিনব্যাপী এই বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।
সকাল থেকেই বই মেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় করতে দেখা যায। এছাড়াও শিশু-কিশোররা তাদের অভিভাবকদের নিয়ে বই মেলায় আসেন। মেলার প্রথম দিনে শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বইয়ের চাহিদা বেশি ছিল ।অপরদিকে অন্যন্য বই গুলোতেও পাঠকদের বই সংগ্রহ করতে দেখা যায় ।