গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মুন্সিটেক এলাকা থেকে গত রবিবার রাতে নারী পোষাক শ্রমিক(১৮)কে ধর্ষনের অভিযোগে আব্দুর রাজ্জাক(৩৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত যুবক হলেন একই এলাকার সিফার উদ্দিনের ছেলে ।ধর্ষনের শিকার ওই নারী স্বামীর সাথে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরী করেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় ওই নারী তার পরিবারের সদস্যদের সাথে র্ধষক রাজ্জাকের বাড়িতে র্দীঘদিন যাবত ভাড়া থাকেন ।বছর খানেক আগে ওই নারীর বিয়ে হয় বিয়ের পর থেকেই স্বামীর সাথে একই বাসায় বাড়া থাকেন ।
গত শনিবার সন্ধায় ওই নারীর স্বামী অফিসে থাকা অবস্থায় তার এক ছেলে কলিগ বাসায় বেড়াতে আসেন ।এসময় কৌশলে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ওই নারী আর ছেলেকে রুমে ভিতরে রেখে বাহির থেকে তালা ঝুলিয়ে দেয় ।
পরে ওই ছেে কে আটকে রেখে মারধোর করে দুই লাখ টাকা চাদা দাবি করেন ।পরে ওই ছেলের কাছে থাকা ২৫০০ টাকা নিয়ে ছেলেকে ছেড়ে দেয় ।পরে ওই নারীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে র্ধষন করে ও ভিডিও ধারন করে রাখে ।
বিষয়টি কাওকে জানালে ধারন করা ভিডিও স্যোসাল মিডিয়ার ছেড়ে দিকে বলে ওই নারীকে হুমকি দিয়ে চলে যায় ।পরে রাতে ওই নারীর স্বামী বাড়িতে আসলে তাকে বিষয়টি জানালে ঘটনার দিন রাতেই ভুক্তভোগী নারী বাদি হয়ে কালিয়াকৈর থানায় আব্দুর রাজ্জাককে আসামী করে র্ধষন মামলা করেন ।
পরে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পরে র্ধষন ও পন্যগ্রাফী মামলায় সোমবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে ।
এ ঘটনায় ভুক্তভোগী নারীকে মেডিকেল পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এর আগেও ওই নারীকে একাদিকবার কু প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত আব্দুর রাজ্জাক ।
কালিয়াকৈর থানার অপারেশন র্কমর্কতা(ওসি) মো: জুবায়ের জানান র্ধষনের অভিযোগ পেয়ে রাতেই
বাড়ির মালিক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।