গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকা থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের গলাচিপা এলাকায় সোমবার সকালে তুরাগ নদের পার ঘেঁষে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে মৌচাক ফাঁড়ি পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে মৌচাক ফাঁড়ি পুলিশ বিষয়টি টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশকে জানায়। পরে নৌ পুলিশ খবর পেয়ে ৫ ঘন্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদের ওই স্থান থেকে ভাসমান লাশটি উদ্ধা করে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি ।