গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় গত ৩০ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে কম্বল র্ভতি কভারভ্যান ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কাভারভ্যান ও ভিতরে থাকা ১৫৬ পিচ কম্ভল সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ।
কালিয়াকৈর থানার উপ পরির্দশক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ঢাকার মিরপুর পল্লবী এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয় ।পরে গ্রেফতারকৃত ডাকাতদলের তিন সদস্যকে বুধবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের ফোরকান খানের ছেলে রব্বানী(২৭),শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাওলাদার কান্দি গ্রামের মোন্নাফ আলীর ছেলে রিফাত হোসেন(২২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে মজিব গাজী(২৪) ।
পুলিশ সূত্র জানায় গত ৩০ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর থেকে কম্বল র্ভতি করে একটি কভারভ্যান ঢাকায় যাচ্ছিলেন ।এসময় সাদা মাইক্রোবাসে করে ছয় ডাকাত ওই কভারভ্যানের পিছু নেয় ।পরে উপজেরার চন্দ্রা টু নবীনগর সড়কের নন্দন পার্কের সামনে আসেলে মাইক্রোবাসটি কভারভ্যানের গতিরোধ করে ।
এসময় ডাকাতদলের সদস্যরা তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্যাশীর নামে অুেস্ত্রর মুখে ওই গাড়ির চালক ও হেলপার কে হাত পা বেধে ফেলে কম্বল র্ভতি কভারভ্যান(ঢাকা মেট্রো-ট-১৫-০৯৯৬) নিয়ে পালিয়ে যায় পরে র্নিজন স্থানে ওই কভারভ্যান থেকে কম্বল আরেকটি সাদা রংএর কভারভ্যানে(ঢাকা মেট্রো-অ-১১-৩৫৬০) করে মালামাল নিয়ে পালিয়ে যায় ।
এ ঘটনায় ৩১ অক্টোবর কভারভ্যান মালিক আলম মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন ।সেই অভিযোগের ভিত্তিতে ১ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে রুবেল মিয়া ,বাপ্পি হোসেন ,বিল্লাহ হোসেন নামের তিন ডাকাত দলের সদস্যকে আটক করে ।
পরে তাদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।
পরে তিন দিনের রিমান্ডে আনে পুলিশ তাদের দেয়া তথ্যমতে এস আই জাহাঙ্গীর এর নেতৃতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালালেও কোথায় অভিযুক্তদের না পেয়ে অবশেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার কর ।
এসময় গ্রেফতারকৃতদের তথ্যমতে পরিত্যাক্ত একটি গোডাউন থেকে ডাকাতি হওয়া কভারভ্যান ও ১৫৬ পিচ কম্বল উদ্ধার করে পুলিশ ।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক জাহীঙ্গীর আলম বলেন ডিবি পুলিশ পরিচয়ে কম্বল র্ভতি কভারভ্যান ডাকাতির ঘটনায় গত দুই সপ্তাহের অভিযানে দুই দফায় ডাকাত দলের ছয় সদস কে গ্রেফতার করা হয় ।বুধবার সকালে তাদের গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।