টাঙ্গাইল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক্টিভিশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তত্ত¡াবধানে পরিচালিত ইডিজিই প্রকল্পের‘এক্টিভিশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩নভেম্বর)বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এর সভাপতিত্বে ওই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

Image

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ ইকবাল মাহমুদ। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজিজুল হক, প্রজেক্ট ডিরেক্টর শাখাওয়াত হোসেন,

প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল।

উল্লেখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোপ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় এ বিভাগের তত্তবধানে অর্ধশতাধিক ব্যাচের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। ইতোমধ্যে ২০ টি ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।

Author

আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি

নাম আব্দুস সাত্তার। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি মিশন নাইনটি নিউজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker