গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বুধবার সকালে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই শতাধিক অসহায় দুঃস্থ,অসুস্থ নারী পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা জানান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী অসহায় দুস্থ,অসুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাপ স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।