বিএনপি সেজে পুনরায় দখল করা ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি দখলদার মুক্ত চায় রাউজানের বিএনপিপন্থী পরিবহন নেতারা।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা। অনেকের কাছেই এটি ভয়ংকর এক জনপদের নাম। দুই যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ংকর অপরাধ। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম-খুন, হামলা-মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, যৌন নিপীড়নসহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা হয়নি এই উপজেলায়। ১৭ বছর ফজলে করিমের এই জুলুমের রাজত্বের অন্যতম সহযোগী রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ হোসেন। তিনি বিএনপি’র কিছু নেতার প্রশ্রয়ে বিএনপিতে যোগদান করে বিএনপি পন্থি পরিবহন নেতাদের নির্যাতন করে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি দখল করেন।
রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ হোসেন ফজলে করিমের ক্ষমতা ব্যবহার করে ১৬ বছর চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি দখল করে আছেন। চাঁদাবাজি,জমি দখলসহ সমিতির প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে। সমিতির গঠনতন্ত্রের বাইরে মেয়র জমির উদ্দিন পারভেজকে উপদেষ্টা করেন। সমিতির সাধারণ মালিকদের টাকা আওয়ামী লীগ নেতাদের লক্ষ লক্ষ টাকা চাঁদা দেয়। গাড়ি থেকে বিভিন্নভাবে চাদা কালেকশন এখনো করে যাচ্ছে। সাধারণ মালিকরা এখনো নিরুপায়। সমিতির অনিয়মের ব্যাপারে, সাধারণ মালিকদের মত প্রকাশ করার জন্য সমন্বয়ক কমিটি ২৫/৯/২০২৩ তারিখে সাধারণ সভা আহবান করেন। কিন্তু সৈয়দ হোসেন গং পেশি শক্তি ও গুন্ডাবাহিনী দিয়ে সমিতির প্রধান কার্যালয় ভাঙচুর ও সাধারণ মালিকদের মারধর করে সভা পন্ড করে দেযন। তারপরের দিন সৈয়দ হোসেন গং সন্ত্রাসী বাহিনী দিয়ে রাউজান অফিস দখল করে গাড়ি থেকে প্রতিদিন চাঁদা উত্তোলন করে যাচ্ছেন। এ ব্যাপারে সাধারণ মালিকরা কিছু বললে তাদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সেক্টর স্বাধীন হচ্ছে কিন্তু চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি আজও দখলদার মুক্ত করতে পারিনি। চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতিকে জবরদখল থেকে রক্ষা করে স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য ব্যবস্থা করুন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.