গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের এক দিন পর থেকেই আত্বঙ্কে নিজ উদ্যোগেই খুলে ফেলছে এসব অবৈধ স্থাপনা।
এদিকে গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোরনের পর সরকারি বনের জমি দখল ও গজারী, কাঠ গাছ কেটে কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ আওতাধীন কালামপুর, মাটিকাাট রেলরাইন, ছাপড়া মসজিদ, বিশ্বাসপাড়া, পূর্ব চান্দরা বোর্ডমিল, পাশা গেইট ও রেললাইন সরকারবাড়ি বাজার এসব এলাকায় প্রায় তিন হাজার আধা পাকা টিন সেড, ইটের হাফ বিল্ডিং ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। এসব স্থাপনা বন বিভাগের কর্মকর্তারা তৈরিতে বাঁধা দিলেও তারা এসব বাঁধা উপেক্ষা করেই বাড়ি ঘর নির্মাণ করে এমন কি বাঁধা দিতে গেলে বন বিভাগের লোকজনের উপর হামলাও করে গ্রাম বাসীরা।
গত ১৬ অক্টোবর এসব অবৈধ স্থাপনা সরকারি জায়গা থেকে সেচ্ছায় সরিয়ে নিতে এসব এলাকায় মাইকিং করলেও স্থাপনা না সরিয়ে নেয়ায় ২৩ অক্টোবর সকালে উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট মুন্সির গেট এলাকায় বনের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় যৌথ বাহিনী ও বন বিভাগের লোকজন।
উচ্ছেদের পরের দিন থেকেই বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছে এসব স্থাপনা। এদিকে কোন কোন এলাকায় এখনো স্থাপনা রয়েছে তবে র্নিমান কাজ এখানো চলমান।
অপরদিকে বন বিভাগের কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ আওতাধীন এসব এলাকায় উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন চন্দ্রা রেঞ্জ কর্মকর্তারা। মনিরুল করিম তিনি আরো জানান, যারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিচ্ছে তাদেরকে স্বাগতম জানাই। তবে যে গুলো স্থাপনা রয়েছে সেগুলো অচিরেই উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করে আইনের আওতায় আনা হবে। নতুন করে স্থাপনা তৈরি করার কোন সুযোগ নেই।