বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরনে গাজীপুরের কালিয়াকৈরে “শহীদি মার্চ” কর্মসূচি পালন ও র্যালী করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারন ছাত্র জনতারা।
কেন্দ্রীয় কর্মকান্ড সূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাধারন ছাত্র জনতার পক্ষে শাহদাত হোসেন রাতুল, নাহিদ আহমেদ, জিহাদ রিজভি, ইয়াসিন আরাফাত প্রমূখ। পরে চন্দ্রা এলাকা থেকে ছাত্র জনতার একটি র্যালী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনাসহ এই হত্যাকান্ডের জরিতদের ফাসিঁর দাবি জানান।