সারা দেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী করেছে কালিয়াকৈরের কর্মরত সাংবাদিকরা।
কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালেরকন্ঠ প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধি ইমারত হোসেন, দৈনিক সংবাদের প্রতিনিধি শহিদুল ইসলাম, মানবকন্ঠের প্রতিনিধি সেলিম হোসেন সানি, আনন্দ টিভির প্রতিনিধি আফসার খান বিপুল, দেলোয়ার হোসেন সিকদার, প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রমূখ। এসময় আরো উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিমিয়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। সাংবাদিকরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্যই প্রথমে তাদের টার্গেট করা হয়েছে। সারা দেশে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ছাত্র জনতার যে প্রত্যাশা তা মাটি চাপা পরে যাবে। এছাড়াও দেশের কঠিন মূহুর্তে জীবনের ঝুকি নিয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেছে প্রকৃত ঘটনার তথ্য তুলে ধরতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আনেক সাংবাদিক আহত নিহত হয়েছেন। সঠিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি হামলা মামলার শিকার হতে হয়। তাহলে সাংবাদিকতার স্বাধীনতা কোথায়। এক শ্রেনীর কুচক্র মহল মিথ্যা মামলায় জড়িয়ে সাংবাদিক পেষাকে হেনস্থা করছেন। যদি অতিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়। আরো বড় ধরনের কর্মসূচীর পালনের হুশিয়ারী দেন সাংবাদিক বক্তারা।