গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, সালমা বেগম (২৩), কোহিনুর বেগম (৪৪) ও আনোয়ার হোসেন (৩৪)। আহতরা মৌচাক এলাকার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আনোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ জাকারিয়া জয়ের সাথে জমির বিরোধ চলে আসছিল।
সকালে আনোয়ার হোসেনের স্ত্রী সালমা বেগম ও তার শাশুরী কহিনুর বেগম মৌচাক স্ট্যান্ডে কাঁচা বাজারে কেনাকাটা করতে গেলে প্রতিপক্ষ জাকারিয়া জয় ৫ থেকে ৭ জন লোক নিয়ে এসে তাদের উপর হামলা করে। খবর পেয়ে আনোয়ার হোসেন তাদের উদ্ধার করতে গেলে জাকারিয়া জয় ও তার সাথের লোকজন লাঠি রড দিয়ে পিটিয়ে আনোয়ারের হাত ভেঙে ও মাথা ফাটিয়ে দেয়। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা জালাল গেইট এলাকায় তুচ্ছ ঘটনায় দূর্বৃত্তরা লিটন খান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত লিটন জানান, ওই এলাকার কবির হোসেন, রাজু মিয়া,রাজিব হোসেন ও আজাদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের এক দল লোক শুক্রবার রাতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। ওই ঘটনায় লিটন খান বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছে।
কালিয়াকৈর থানার এস আই আলমগীর রায়হান বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে প্রতিপক্ষের হামলা কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত- পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো: যোবায়ের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।