সার্বজনিক পেনশন ব্যবস্থা-২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেয়া এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রনিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের নীতিমালা থেকে অসামঞ্জস্য বাতিলের দাবিতে গাজীপুরের কালিযাকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর কর্মকর্তা-কর্মচারিদের টানা সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পরেছে।
গত ৭ জুলাই থেকে টানা সর্বাত্মক কর্মবিরতি চলমান রেখেছে বিডিইউ অফিসার্স অ্যাসোসিয়েশন। প্রতিদিনের মত মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করে কর্মবিরতি পালন করেন বিডিইউর কর্মকর্তা-কর্মচারিরা। বিকাল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি চলে।
বিডিইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক গৌতম কুমার কুন্ডু সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে এম ইমরান হোসাইন এর সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারিরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। ইউজিসি তাদের বেলায় সব ঠিক রেখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সঠিক মূল্যায়ন করছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সকল কাজ বন্ধ রাখবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অনিত কুমার রায়, ফরিদ উদ্দিন আহমেদ, এজাজ ইকবাল, কাজী আবদুল্লাহ আল ফরহাদ, মু.মোস্তাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম (শিমুল), রাশেদুল ইসলাম প্রমুখ।