টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায় অবস্থিত সেন্ট্রাল মুক্তা হসপিটালে ভুল চিকিৎসায় আকলিমা আক্তার (৪০) রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সদর উপজেলার হুগরা ইউনিয়নের ধুলবাড়ি গ্রামের অটোরিক্সা চালক আব্দুল লতিফ এর স্ত্রী। এঘটনায় মঙ্গলবার দুপুরে রোগীর স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করে। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কতৃপক্ষ পালিয়ে যায়।
জানা গেছে, গত (৭ জুলাই) আকলিমা আক্তারের পিত্তথলির পাথর অপারেশন করাতে সেন্ট্রাল মুক্তা হসপিটালের সার্জন ডা: ফরিদের অধিনে ভর্তি করা হয়। অপারেশন থিয়েটারে নেয়ার পর রোগীকে অ্যানেসথেসিয়া দেয়া হয়। অপারেশনের ৫ ঘণ্টা পার হলেও রোগীর জ্ঞান না ফেরায় রোগীকে আই সি ইউ তে ভর্তি করার কথা বলে ঢাকা এনাম মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রোগীকে মৃত ঘোষণা করে এনাম মেডিকেল হাসপাতাল কতৃপক্ষ। দুপুরে মরদেহ নিয়ে এসে রোগীর স্বজনরা টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায় সেন্ট্রাল মুক্তা হাসপাতালে এসে ঘেরাও ও ভাঙচুর করে করে।
টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, আমি নিজেও অসুস্থ হলে বেসরকারি আইসিতে ভর্তি করাতে সাহস পাবেনা পরিবার। সেখানে এক জন রিকশা চালকের স্ত্রীকে তারা কিভাবে বেসরকারি হাসপাতালে পাঠালো। ঘটনার দিন আমি নিজেও এসেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।
তিনি জানান, বিভিন্ন সময়ে টাঙ্গাইলে ক্লিনিক গুলোতে রোগীর মৃত্যু হলে এদের কোন বিচার হয়না। কারণ এদের হাত অনেক লম্বা। তিনি আরো জানান, দুই মাস আগেও সখিপুরে এরকম একটি রোগীর মৃত্যু হয়, পরে ৬ লক্ষ টাকায় মীমাংসা করা হয়।
এবিষয়ে বার বার চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।