গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই দোকানে অভিযান চালিয়ে একান্ন হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় সড়কের দুই পাশে অবৈধভাবে ফুটপাতে বসা দোকান উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় । এসময় লাবনী জেনারেল স্টোর এর মালিক শম্ভু সাহাকে কর বহির্ভূত বিদেশি কসমেটিক পণ্য বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা ও ফুটপাত দখল করে দোকান বসানোর জন্য কামাল হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক, পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, সরকারের কর ফাঁকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল তাই এই জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।