সরিষাবাড়ী

বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে কৃষকদের মাঝে বীজ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যা দূর্গতদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার শিশুরা বাঘমারা এলাকায় ধানের বীজ বিতরণ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ভার্চুয়াল ভিডিওতে সংযুক্ত হয়ে এ বিতরণের উদ্বোধন করেন। 

Image

ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) জেসমিন জাহান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।a

উল্লেখ্য; উপজেলায় সাম্প্রতিক বন্যায় চরাঞ্চলের ১২ শত ৩৮ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়। কৃষকের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে বন্যা দূর্গত ১২০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker