গাজীপুরের কালিয়াকৈরে পিকাপ ভ্যানের নিচে চাপা পড়ে দাদশী সাহা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকাপ ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বলিয়াদি এলাকায় কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের শেওড়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা হলেন একই এলাকার মৃত সন্তোস সাহার স্ত্রী। আটককৃত পিকাপভ্যান চালক হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জলিল মিয়ার ছেলে লতিফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, নিহত দাদশী সাহা মেয়ের বাড়ি থেকে পূজা সেড়ে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় ধামরাই থেকে আসা পিকাপভ্যানটি ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পিকাপভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-৮৬৩৯) ও চালককে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। অপরদিকে ঘাতক পিকাপ ভ্যান ও তার চালক কে আটক করে পুলিশ।
কালিয়াকৈরে থানার উপ-পরির্দশক রাফছান মোল্লা বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও পিকাপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।