প্রায় এক যুক ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি টু কাশিমপুর আঞ্চলিক সড়কের প্রায় ৭ কিলোমিটার সড়ক জুড়েই রয়েছে খানাখন্দে ভরা। দ্রুত এ আঞ্চলিক সড়কটি সংস্কারের দাবিতে মঙ্গলবার (৪ জুন) দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকরা।
এ সময় মানববন্ধনে এলাকাবাসীরা জানান, চলতি মাসের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না করলে (৩০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে স্বারকলিপি দেয়ার কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, সড়কটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে সড়কটি পানিতে তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। হেটে যাওয়ার মত কায়দা নাই ওই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কোনাবাড়ি ৯ নং ওর্য়াড আ’লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন থানা আ’লীগের সহ সভাপতি সোলাইমান মিয়া, থানা যুব মহিলা’লীগের সভাপতি কামরুন নাহার মুন্নি, সাধারন সম্পাদক আখী আক্তার, থানা শ্রমিক’লীগের সহ সভাপতি সেলিম সরদার প্রমূখ।