গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (২৪ মে) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি কলোনীর ১০২ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তাতক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ছয়টি টিনসেট কলোনিতে এ ঘটনা ঘটে। এতে ওই ছয় কলোনির আবু সুপিয়ানের ১৪ কক্ষ, মো: মহরমের ১২ কক্ষ, সারোয়ার হোসেনের ২২ কক্ষ, রায়হান আহমেদ এর ২১ কক্ষ, নাজিম মিয়ার ২১ কক্ষ ও সফিক হোসেনের ১২ কক্ষ সহ ১০২ টি টিনসেট কক্ষ সর্ম্পুন আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানায় শুক্রবার দুপুর দেড়টায় দিকে সারোয়ার দর্জির বাসার একটি কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা পাশের আরো পাচঁ কলোনীতে ছড়িয়ে পড়ে। প্রথমে কোলোনির অন্যান্য ভাড়াটিয়া এবং স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। এ সময় আগুন নেভাতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পরেনি ফায়ার সার্ভিস। তবে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাতক্ষনিক খবর পেয়ে নব নির্বাচিত কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ ঘটনাস্থল পরির্দশন করে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনা স্থলে চলে যাই। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট এনে এক ঘন্টা চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।