গাজীপুরের কালিয়াকৈরে মটরসাইকেলের গ্যারেজ থেকে আবির নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকার সম্রাটের মটরসাইকেলের গ্যারেজ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবির হোসেন (২১) কুষ্টিয়ার কুমারখালি থানার চড়াইকোড় এলাকার আতিকুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈর বাইপাস এলাকার সম্রাটের মটরসাইকেলের গ্যারেজে কাজ করতো।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সম্রাটের গ্যারেজের কর্মচারী আবির সোমবার রাতে কাজ শেষে গ্যারেজ ভেতর ঘুমিয়ে পড়ে। সকালে গ্যারেজর মালিক সম্রাট এসে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সারাশব্দ পায়নি। পরে আশপাশের লোকজন এসে ফাঁকা দিয়ে দেখতে পায় তার লাশ ভেতরে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ওই গ্যারেজের তালা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় আবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় ওই গ্যারেজ থেকে আবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।