ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ, দখলদারির অবসান ও স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে (২৪ মে) শুক্রবার বিকাল পাঁচটায় বাসদ (মার্কসবাদী) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ সময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া, এবায়দুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) দলের জেলা সদস্য জমির উদ্দিন, কামাল উদ্দিন, মারফত আলী প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।