কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহাবুদ্দিন সর্দার ও সাবেক ইউপি সদস্য সেলিনা আক্তার দম্পতির ছেলে রাজিব সর্দার। মায়ের স্বপ্ন ছিল ছোট ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে বধু নিয়ে ফিরলেন রাজিব।
বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ও রুবি দম্পতির কণ্যা ডা: মোছা: রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে বাড়িতে ফিরেছেন রাজিব। বর রাজিব সর্দার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ীর ছেলে।
সরিজমিনে গিয়ে জানা যায়, শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির ৩ ছেলে মেয়ের মাঝে সবার ছোট রাজিব। ছেলের জন্মের পর থেকে মা স্বপ্ন বুনেন ছোট ছেলের বউ বাড়ী আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আকাশ পথে বধু নিয়ে আসলেন। এ সময় বরের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে হেলিকপ্টারে চড়ে বধু নিয়ে আসায় খুশি বাবা ও মাসহ এলাকাবাসী এবং ছেলের মামা বিল্লাল সর্দার ও চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, আমরা গর্বিত হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়ীতে নববধু আসছে, হাজার হাজার লোকের সমাগম হয়েছে। অবশ্যই এটা সর্দার বাড়ীর জন্য গর্বের বিষয়।
জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা প্রফুল্লচিত্তে জানান, একজন মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এতে অনেক খুশি হয়েছি, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া রইলো।
এ বিষয়ে বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব আমাদের ছোট সন্তান, ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।